চীফ রিপোর্টারঃ মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেলেন বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন সরকার (২৪) (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার দুপুর দুইটায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আরিফুল ইসলাম রবিন। তিনি বলেন, আজ বেলা দুইটার দিকে সে বাসা থেকে মোটর সাইকেল নিয়ে বের হয়। পরে সাইনবোর্ড এলাকার ভূইঘরে তার মোটরসাইকেলের পেছন দিয়ে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার সময় মামুন মারা যায়।
উল্লেখ্য, আবদুল্লাহ আল মামুন সরকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র।