কে এম রায়হান : সিলেটের খেলাবাজারে ৩ টি পয়েন্টে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করেছে টিসিবি। ১৮ নভেম্বর সম বার সকাল ১০ টা থেকে শুরু হয় টিসিবির পেঁয়াজ বিক্রি।৪৫ টাকা দরে পেঁয়াজ নিতে মানুষের দীর্ঘ লাইন দরতে হয়। সিলেট কিন ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায় খোলাবাজারের পেয়াজ কিনতে লাইনে দাড়িয়েছে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।এ সময় তিনির সাথে কথা বললে তিনি জানান,সাধারণ মানুষের কাতারে এসে পেঁয়াজ কিনতে আসা এটা তার প্রতীকী প্রতিবাদ।তিনি আরও বলেন পেঁয়াজ সহ নিত্যপ্রয়েজনীয় জিনিসপএের দাম কমানোর দাবি জানান।এদিকে সকাল ১০টা থেকে নগরীর নজরুল অডিটোরিয়াম,কিন ব্রিজের মোড় ও বঙ্গবীর রোডের মার্কাজ পয়েন্টে সহ ৩ টি জায়গায় ৩ টি ট্রাকের মাধ্যমে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়। নির্ধারিত সময়ের অনেক আগে থেকে পেঁয়াজ বিক্রির পয়েন্ট গুলো লোকে লোকারণ্য হয়ে ওঠে।এসময়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়।
- Advertisement -