কেএম সবুজ (বিশেষ) প্রতিনিধিঃ সাভারের জাহাঙ্গীরনগর এলাকা থেকে গত ০৪ই অক্টোবর ২০১৯ইং কোচিংয়ে যাওয়ার সময় নিখোঁজ হয় নাবিলা ইসলাম (১৭)। এরপর বিভিন্ন জায়গায় খোজাখুজি করে ১৬দিন পর ফোন নাম্বার ট্যাকিং এর সূত্র ধরে বেড়িয়ে আসে অপহরণকারীর তথ্য। অপহরণকারী কুমিল্লার হোমনা থানার ভাষানী ইউনিয়নের ডহরগোপ গ্রামের মোঃ মহসিন উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন। সে দীর্ঘদিন ধরে কাতার প্রবাসী ছিলেন। তার নিজ গ্রামের কাবিল রানা বলেন, বোরহান দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার, বখাটেপানা ও নিজ এলাকার স্কুল- কলেজের ছাত্রীদের উত্যক্ত সহ বিভিন্ন দেশবিরোধী কাজের সাথে সংযুক্ত থেকে কাতারে দেশান্তরী হয়েছিল। এরপর বহুদিন এলাকায় শান্তি বিরাজ করছিল। সে গত সেপ্টেম্বর মাসে কাতার থেকে দেশে আসে।এরপর ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া নাবিলা ইসলামের (১৭) সঙ্গে দেখা করার কথা বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জোরপূর্বক প্রাইভেট কারে তুলে মুখে বেধে তার কাছে থাকা মুঠোফোনের সুইচ বন্ধ করে দেয়। এরপর দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে। অনুসন্ধানী রিপোর্টে ভয়াবহ এ চিত্র আনা পর্যন্ত কোন মামলা দায়ের করা না হলেও আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যাহার নং২৯৯। সকল তথ্যসূত্র জানবার পর অপহরণকারীর বিরুদ্ধে ও নিখোঁজ নাবিলা ইসলামের(১৭) উদ্ধারকাজের জন্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, নাবিলা ইসলাম (১৭) আশুলিয়ার কুন্ডলবাগ এলাকার মোঃ নূরুল হকের মেয়ে। সে দু-ভাই বোনের মধ্যে বড়। সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
- Advertisement -