আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের ম্যানচেস্টারে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার লন্ডন স্থানীয় সময় আনুমানিক বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায় , ৬৫ বছর বয়সী ওই ব্যক্তি এর আগে ইতালিতে বসবাস করতেন। তিনি ইতালির মিলান সেন্ট্রাল মসজিদের সাবেক সভাপতিও ছিলেন। কয়েক বছর আগে লন্ডন চলে যান। মৃত্যুর আগের সময়ে সপরিবারে লন্ডনের ম্যানচেস্টারে থাকতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলায়।
তার এ মৃত্যুতে ইতালি ও লন্ডনে প্রবাসীদের মাঝে শোকের ছায়া
নেমে এসেছে। করোনাভাইরাসে এ পর্যন্ত যুক্তরাজ্যে সর্বমোট ৬ জন বাংলাদেশির
মৃত্যুর খবর পাওয়া গেছে।