মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার রসুলপুর-ষোলআনি সড়কের রসুলপুর মাদ্রাসা সংলগ্ন একটি খালের ওপর নির্মিত ব্রিজের দুই পাশের রেলিং দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। ব্রিজের ওপরের অংশের ঢালাই উঠে গিয়ে গর্তে পরিনত হয়েছে।সে গর্তে মাঝে স্টিলের শিট দিয়ে ঝুকিঁ নিয়ে চলাচল করছে ছোট বড় পণ্যবাহী গাড়ী।কিন্তু সংস্কারের নেই উদ্যোগ। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই ব্রিজটি দিয়ে ষোলআনি, কালিপুরা, বাঘাইয়াকান্দি, আন্দারমানিক, দৌলতপুর ও রসুলপুর গ্রামের প্রায় ২০হাজার মানুষ চলাচল করছে। এছাড়াও থ্রী এঙ্গেল, তাপ বিদ্যুৎসহ কয়েকটি ফ্যাক্টরীর মালবাহী যানবাহন চলাচলের একমাত্র মাধ্যম। আর এই যানবাহন চলাচলের কারনে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। তাই ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি ভেঙে নতুন করে ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয়রা।
- Advertisement -