রাঙ্গামাটি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনা কর্তৃক শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ে শান্তির যে সুবাতাস আনা হয়েছে কতিপয় সন্ত্রাসীদের দ্বারা সেই প্রক্রিয়া বাধাগ্রস্থ করবে সেটি কখনো হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানরকামাল।যেকোন মূল্যে অশান্তি সৃষ্টিকারীদের নির্মূল করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।পাহাড়ে সকল স্তরের নেতৃবৃন্দসহ অত্রাঞ্চলে কর্মরত নিরাপত্তাবাহিনী ও প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আয়োজিত তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। সরকারের কার্যকর পদক্ষেপের মাধ্যমে সারাদেশের অন্যান্য অঞ্চলে সন্ত্রাসী – জঙ্গীবাদ ও মাদক ব্যবসায়িরা ও মাদক ব্যবসা সম্পূর্নরুপে ধ্বংস হয়ে গেলে ও পার্বত্য চট্টগ্রামে এখনো খুন – চাদাঁবাজি কিভাবে চলছে এমন প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে যা যা করনীয় তার সবটুকুই করবে সরকার। অপার সম্ভাবনায় পার্বত্য এই অঞ্চলের জনগনের জন্য এখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কি কি করনীয় সেটি জানতেই আমরা রাঙ্গামাটিতে এসে এই বিশেষ আলোচনা সভার আয়োজন করছি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপির সভাপতিত্ত্বে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ- গোষ্ঠী মিলনায়তনে আয়োজিত উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার,সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, বাংলাদেশ পুলিশের আইজিপি মোঃ জাবেদ পাটোয়ারী,র্যাবের মমহাপরিচালক বেনজির আহম্মেদ,বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সফিনুর ইসলাম, আসসার ব্যাটালিয়নেরর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরিফ কায়কোবাদসহ তিন পার্বত্যজেলার সার্কেল চীফগণ,জেলা পরিষদের চেয়ারম্যানগণ, হেডম্যান – কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সকাল সাড়ে দশটা থেকে এই আলোচনা সভা চলে। এর আগে গতকাল বিকালে রাঙ্গামাটিতে এসে সন্ধ্যায় পৌনে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত বাহিনীগুলোসহ গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবর্গ ও প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহন করেন।
- Advertisement -