কেএম সবুজ (বিশেষ ) প্রতিনিধিঃ নারী ওশিশু নির্যাতন সহ ইভটিজিং বন্ধে ঢাকা জেলা পুলিশ মহৎ উদ্যোগ হাতে নিয়েছে। যা ইতিমধ্যে বাস্তবায়ন ও শুরু হয়েছে। ঢাকার শিল্প এলাকা আশুলিয়ার বিভিন্ন পল্লী এলাকায় গিয়ে দেখা মেলে “এখনই নারী ও শিশু নির্যাতন বন্ধ করুন-এই স্লোগানের ফেস্টুন। স্কুল,কলেজ ও পাড়া মহল্লার সহ ফ্যাক্টরির দেওয়ালে লাগানো এই ফেস্টুনটিতে নারী ও শিশু নির্যাতন বন্ধের স্লোগানের সাথে নিচে যুক্ত করা আছে জাতীয় জরুরি সেবা ও ঢাকা জেলা পুলিশ কন্ট্রোল রুমের নাম্বারও। যাতে করে কোথাও কোন প্রকার নারী ও শিশু নির্যাতন সহ ইভটিজিংয়ের সকল তথ্য জানানোর পর তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন ঢাকা জেলা পুলিশ।এবিষয়ে, আশুলিয়ার জিরাবো এলাকার স্থানীয় একটি বেসরকারী স্কুলের শিক্ষিকা জানান, ঢাকা জেলা পুলিশের এমন অভিনব সচেতনতা আমাকে মুগ্ধ করেছে আশা করি এই পদ্ধতিটি ইভটিজিং বন্ধে কাজে আসবে। অত্র এলাকার এক নারী শ্রমিক বলেন, এই এলাকায় শিল্প প্রতিষ্ঠান বেশি তাই নারী -পুরুষ শ্রমিক ও বেশি। এই এলাকার কিছু নেশাগ্রস্ত মানুষ বেতনের সময় ছিনতাই সহ নানা ভাবে সমস্যা করে । ঢাকা জেলা পুলিশের এই উদ্যোগটি আমাদের চোখ খুলে দিয়েছে। এখন থেকে এরকম কিছু ঘটলেই সাথে সাথে উল্লেখিত নাম্বারে ফোন দেব। উল্লেখ্য, ঢাকা জেলা পুলিশের নারী ও শিশু নির্যাতন বন্ধসহ ইভটিজিংয়ের বিরুদ্ধে এমন প্রচারণা ও অভিনব প্রতিবাদের সুফল- চিন্তা করলেও কার্যকর নিয়ে ভাবেন অনেকেই। ঢাকা জেলা পুলিশের এই মহৎ উদ্যোগটিতে শুধু প্রচার নয় ,কেউ এমন সমস্যায় পড়ে ফোন করলে সাথে সাথে যাতে ব্যবস্থা গ্রহণ ও প্রদক্ষেপ দেখতে চান সবাই।
- Advertisement -