কেএম সবুজঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনা দেখতে এসেছিলেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার মো. শাহাদত। দুর্ঘটনায় নিহত হয়েছেন এখন পর্যন্ত ১৫। এতে আহত হয়েছেন শাতধিক যাত্রী। শাহাদাত নিহতদের দেখতে গিয়ে খুঁজে পান স্বজনের লাশ। তার চাচা-চাচীর নিথর দেহ পড়ে আছে কসবা উপজেলার বায়েক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বারান্দায়।
তার চাচার নাম মজিবুর রহমান (৫০) ও
চাচির নাম কুলসুমা (৪৩)। শাহাদাত জানান, তার চাচা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে
ব্যবসা করতেন। উদয়ন এক্সপ্রেস ট্রেনে করে তিনি ও তার স্ত্রী চাঁদপুরে নিজ
বাড়িকে ফিরছিলেন।