মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশে সতর্ক অবস্থান বিরাজমান। কিন্তু এর মধ্যেই সামাজিক দূরত্ব না মেনেই মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে। মাদারিপুরের কাঠালবাড়ী ঘাট থেকে যাত্রীরা ফেরিতে গাদাগাদি করে ঝুকি নিয়ে চলাচল করছে। ঘাট কর্তৃপক্ষ এই চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে। এই নৌরুটে জরুরি প্রয়োজনের গাড়ি ছাড়া পারাপার বন্ধ থাকলেও যাত্রী বহন করছে ফেরিগুলো। ঢাকাগামী যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ থাকলেও অটোরিকশা, পিকআপ এর মাধ্যমে চলাচল করতে দেখা গেছে যাত্রীদের। শনিবার সকাল থেকে এমন চিত্র শিমুলিয়া ঘাটে। শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ জানান, শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে ৫টি ফেরি চলাচল করছে। ধারণা করা যাচ্ছে, রোববার গার্মেন্টস খুলতে পারে এমন খবরে সবাই ঢাকা যাচ্ছেন। ফেরিগুলোতে কম গাড়ি বহন করে ফেরিগুলো চলাচল করছে। সংক্রমণ ঝুকি নিয়েই যাত্রীদের গাদাগাদি করে চলাচল করতে দেখা গেছে।
- Advertisement -