আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি॥ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোসামৎ হাসিনা আক্তারে নামে ফেইসবুকে অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন কর্মকতা ও ব্যাক্তিদের ফেসবুকে ম্যাসেজ করে টাকা চাচ্ছে চক্রটি। তবে নকল অ্যাকাউন্টিটি থেকে সর্বসাধারণকে সর্তক থাকার ও কোন ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছেন ইউএনও হাসিনা আক্তার। এনিয়ে উপজেলা প্রশাসনের ও ফেসবুকে তার ব্যবহৃত অ্যাকাউন্ট থেকে পোষ্ট দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করে ইউএনও হাসিনা আক্তার জানান, ফেসবুকে আমার শুধু একটি অ্যাকাউন্ট। সেটির মত নাম , প্রোফাইল ও কভার ছবি দিয়ে কে বা কারা যেন আরেকটি অ্যাকাউন্ট তৈরি করে মানুষের কাছে টাকা চাচ্ছে। ম্যাসেজ দিয়ে বেশ কয়েকজন বিষয়টি আমাকে জানিয়েছে। সবাইকে সাবধান থাকার অনুরোধ ,নকল এ্যাকাউন্টটি আমার নয়। প্রতারককে আইনের আওতায় আনা হবে।
- Advertisement -