আপন সরদারঃ মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার হাসাইল বাজারের মৎস্য আড়ৎ সংলগ্ন পদ্মার তীরবর্তী হাসাইল-গাড়ুরগাও রাস্তাটির পদ্মার শাখা নদী পয়েন্টে প্রায় আধা কিলোমিটার জায়গা জুড়ে নেই সুরক্ষা বাধ।সুরক্ষা বাধের ব্লক ও জিও ব্যাগ সরে গিয়ে নদী প্রতিনিয়ত নদী ভিতরের দিকে অগ্রসর হচ্ছে ।


সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসাইল বাজারের মৎস্য আড়ৎ এর সামনে হারুন খালাসীর দোকানের পশ্চিমাংশে থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে শফি শেখের বাড়ি পর্যন্ত নেই সুরক্ষা বাধ। স্থানীয়রা জানান, সুরক্ষা বাধটি না থাকায় বর্ষা মৌসুমে পদ্মায় আশেপাশের বাড়িঘর ভাঙ্গনের শংকা রয়েছে। যদি বর্ষা মৌসুমের আগে দ্রুত এই জায়গায় বাধটি সম্পূর্ন করা যায় তাহলে হয়তো এখানকার বাড়িঘর গুলো পদ্মার ভাঙ্গন থেকে রক্ষা পেতে পারে। স্থানীয় বাসিন্দা মরু মৃধা জানান, অনেক দিন ধরেই এই জায়গাটুকুতে বাধ নেই, নদী ভাঙ্গতে ভাঙ্গতে অনেকটা ভিতরে প্রবেশ করছে। সরকার যদি এখানে বাধ নির্মান করে দিতো তাহলে আমাদের বাড়িঘর পদ্মার ভাঙ্গন থেকে রক্ষা পেতো। এ ব্যাপারে টংগিবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মত হাসিনা আক্তার জানান,এ বিষয়ে আমি অবগত নই সংশ্লিষ্টদের সাথে কথা বলে পরবর্তীতে পদক্ষেপ গ্রহন করবো।