স্টাফ রিপোর্টারঃ সাবেক তত্ত্ববাধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান বলেছেন আওয়ামীলীগের এক নেতা ছাত্রলীগকে কেন্দ্র নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানিয়েছেন ।কেন্দ্র নিয়ন্ত্রণে নিতে হবে কেন? সে বিএনপি হোক বা আওয়ামী লীগই হোক। কেন্দ্রের নিয়ন্ত্রণ থাকবে প্রিজাইডিং অফিসারের পক্ষ থেকে। আইন শৃংখলা বাহিনী হাজির থাকবে। কোন পার্টির পক্ষ থেকে কেন্দ্র নিয়ন্ত্রণ করবে এটা ঠিক নয় । ভরসা পাচ্ছি না এবার নির্বাচন নিয়ে। সুষ্ঠু নির্বাচন হবে কিনা । ভোট দিতে পারবে কিনা লোকজন। এমনিতেই ইভিএম নিয়ে একটা সমস্যা আছে,বিবাদ আছে,মতবিরোধ আছে।
রাজধানীতে ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন প্রসঙ্গে হাফিজ উদ্দিন
বলেন এর আগে ৩০ শে ডিসেম্বর নির্বাচনেও তো আইনশৃংঙ্খলা বাহিনী মোতায়েন
করা ছিল তাতে কোন লাভ হয়েছে? নিজেরাই যদি ভোট দেয় কি করা যাবে আর। এবার
দুদলই প্রচার প্রচারণায় অংশ নিয়েছে এটা ভালো।যদিও কিছু হামলা হয়েছে সেখানেও
পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। যাক তারপরও প্রচারপ্রচারণা করতে
পেরেছে এটা একটা প্লাস পয়েন্ট। আমাদের নির্বাচন কমিশন এবং সরকারকে নিয়ে
আমার যে ধারনা সুষ্ঠু নির্বাচন আর কোনদিন পাব কিনা এ ব্যাপারে আমার সন্দেহ
আছে।